11/04/2025 বসুন্দিয়ায় দের কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
                স্টাফ রিপোটার্স।।
৩ নভেম্বর ২০২৫ ২২:০৯
            স্টাফ রিপোটার্স।। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর মাদকবিরোধী অভিযানে দের কেজি গাঁজা সহ রিনি খাতুন (৩২) নামের এক নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
গতকাল ৩ নভেম্বর সকালে যশোর সদর উপজেলার 
বসুন্দিয়ায় ইউনিয়নের 
জঙ্গলবাধাল খালঘাটপাড়া এলাকাশ রিনি'র 
নিজ বাসভবনে অভিযান চালিয়ে দের কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। আটক রিনি ওই এলাকার মৃত সুনু ব্যাপারীর কন্যা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, যশোরের উপপরিচালক মোঃ আসলাম হোসেন আসামি আটকের বিষয় নিশ্চিত করে বলেন, আটক 
রিনি একজন মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে তার বাসতবাড়িতে অভিযান চালিয়ে দের কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়েছে। 
এ ঘটনায় পরিদর্শক জনাব নাজমুল হোসেন খান বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।