10/31/2025 কৃষকদল নেতা তরিকুল হত্যা মামলায় বিএনপি নেতা জনি গ্রেফতার
 
                স্টাফ রিপোটার্স।।।
৩১ অক্টোবর ২০২৫ ০৭:৫৫
 
            স্টাফ রিপোটার্স।। যশোর অভয়নগরের নওয়াপাড়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম হত্যা মামলায়
গ্রেফতার দেখানো হয়েছে নওয়াপাড়া পৌর বিএনপি'র পদস্থগিত সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনিকে। গত বুধবার মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মঞ্জুরুল হক ভুইয়ার আবেদনের প্রেক্ষিতে শুনানি হয়। শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনজুমান আরা বেগম তাকে এই হত্যা মামলায় গ্রেফতার দেখান। গ্রেফতার দেখানো আসাদুজ্জামান জনি নওয়াপাড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডেট গুয়াখোলা গ্রামের গুড় হাটা এলাকার কামরুজ্জামান মজুমদারের পুত্র। সে নওয়াপাড়ার ব্যবসায়ী শাহ নেওয়াজ কবির টিপুকে বালুতে পুতে চার কোটি টাকা চাঁদা আদায় মামলাসহ একাধিক মামলায় কারাগারে আটক ছিলেন।
আদালত সুত্রে জানা যায়, গত ২২ মে অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটী গ্রামে
মাছের ঘেরকে কেন্দ্র করে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় ধোপাদী গ্রামের মৃত ইব্রাহিম সরদারের পুত্র ও নওয়াপাড়া কৃষক দল নেতা তরিকুল ইসলামকে। স্থানীয় সূত্র জানায়, অভয়নগরের মশিয়াহাটী গ্রামে মাছের ঘের রয়েছে তরিকুল ইসলামের। এই ঘের নিয়ে একটি গ্রুপের সঙ্গে তার বিরোধ। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গ্রুপের লোকজন তরিকুলকে ডহর মশিয়াহাটী গ্রামের মিন্টু বিশ্বাসের বাড়ি ডেকে নিয়ে যায়। সেখানে ঘেরের টাকার ডিট নিয়ে বিরোধের ঘটনা ঘটে। একপর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত ৬-৭ জন তরিকুলকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে।এ ঘটনায় নিহতের ভাই এসএম রফিকুজ্জামান টুলু বাদী হয়ে ১১ জনের নামউল্লেখসহ অজ্ঞাত 
আসামি করে অভয়নগর থানায় হত্যা মামলা করেন। পুলিশ এ মামলায় সংপৃক্ত 
পলাশ মল্লিককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। পলাশ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। তার জবানবন্দিতে সে স্বীকার করে হত্যায় সে জড়িত এবং হত্যার মাস্টার মাইন্ড ও অর্থের যোগান দাতা জনি।