07/29/2025 পর্ণোগ্রাফি মামলায় যুবলীগ নেতা আকাশ পুনরায় আটক
বিশেষ প্রতিনিধি।।
২৭ জুলাই ২০২৫ ২৩:২০
বিশেষ প্রতিনিধি।। শ্যালিকার সাথে বিবাহ বহির্ভূত শারিরীক সম্পর্ক ও সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগে যুবলীগ নেতা মেহেদী হাসান আকাশ (৩১) কে পুনরায় আটক
করেছে অভয়নগর থানা পুলিশ।
গতকাল শনিবার রাতে নওয়াপাড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের প্রফেসরপাড়া এলাকার আকাশের ভাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক আকাশ অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের টিপু শেখের পুত্র ও নওয়াপাড়া পৌরসভার ৬ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। উল্লেখ্য এই একই বাদী একই অপরাধে ইতোপূর্বে আসামীর বিরুদ্ধে একটা মামলা করেছিল। সে মামলায় ৪ মাস কারাভোগ করে জাবিনে মুক্ত হবার পর শালীর ২য় মামলাটায় তাকে আটক করা হয়।
পুলিশ জানান, পর্ণোগ্রাফি মামলায় অভিযুক্ত আকাশকে আটক করে রবিবার আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাদি পক্ষের আইনজীবী সোহাগ হুসাইন জানান, একটি অপরাধে জামিনে মুক্ত হয়ে একই ব্যক্তির সাথে পুনরায় একই অপরাধ করা দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখানোর সামিল। বিজ্ঞ আদালতের আমি আসামির সর্বোচ্চ বিচারের দাবি জানাই।