07/11/2025 লিতুন জিরার এসএসসিতেও জিপিএ-৫ অর্জন
মণিরামপুর প্রতিনিধি।।
১০ জুলাই ২০২৫ ২৩:৫২
মণিরামপুর প্রতিনিধি।। মণিরামপুরে হাত-পা বিহীন জন্ম নেয়া অদম্য মেধাবী লিতুন জিরা প্রবল ইচ্ছা শক্তি দিয়ে মুখের সাহায্যে লিখে আবারও মেধার স্বাক্ষর রাখতে সমর্থ হয়েছে। আজ ১০ জুলাই বৃহস্পতিবার ঘোষিত এসএসসির ফলাফলে লিতুন জিরা জিপিএ-৫ অর্জন করেছে। লিতুন জিরা ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়(পিইসি) অংশ নিয়ে জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছিল।
উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের প্রভাষক হাবিবুর রহমানের মেয়ে লিতুনজিরা মুখে ভর দিয়ে লিখে এবার এসএসসিতেও জিপিএ-৫ অর্জন করেছে। লিতুন জিরা ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে মানবেতর সেবায় নিজেকে নিয়োজিত করার সংকল্প ব্যক্ত করেছে। জানাযায়, কলেজ শিক্ষক হাবিবুর রহমানের একমাত্র মেয়ে লিতুন জিরা জন্মগতভাবেই হাত-পা বিহীন। তবে হাত-পা না থাকলেও তার রয়েছে লেখাপড়ার প্রতি প্রবল ইচ্ছাশক্তি। ফলে সে মুখের সাহায্যে লিখেই ২০১৯ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে অদম্য মেধার স্বাক্ষর রাখে।
গোপালপুর স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী লিতুন জিরা এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সেই মেধার স্বাক্ষর অক্ষুন্ন রেখেছে। এসএসসিতে জিপিএ-৫ অর্জন করায় লিতুনের পরিবারে বইছে আনন্দের বন্যা। তবে লিতুন জিরা ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখার সংকল্প ব্যক্ত করে সবার কাছে দোয়া প্রার্থনা করেছে।
লিতুনের পিতা হাবিবুর রহমান ও মা জাহানারা খাতুন জানান, শত যন্ত্রনার মধ্যেও তাদের শারিরীক প্রতিবন্ধী মেয়ে লিতুন নম্্রভদ্র এবং লেখাপড়ার প্রতি প্রবল ইচ্ছা শক্তি দিয়ে বারবার ভাল ফলাফলের স্বাক্ষর রাখায় তারা বেশ খুশি। তবে লিতুন জিরার ভবিষ্যতে চিকিৎসক হওয়ার সংকল্প যেন বাস্তবে রূপান্তরিত হয় সে ব্যাপারে সকলের সহযোগীতা কামনা করেন।