04/24/2025 মনিরামপুরে বিএনপি নেতৃবন্দের সাথে শিক্ষক সমিতির মত বিনিময়
মনিরামপুর প্রতিনিধি।।
২৩ এপ্রিল ২০২৫ ২০:১৩
মনিরামপুর(যশোর)।। যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ শিক্ষক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে দলিয় কার্যায়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মজনুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান,অ্যাডভোকেট মকবুল ইসলাম, পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাই, পাবলিক লাইব্রেরি সম্পাদক সহকারি অধ্যাপক মুহিবুল্লাহ মনু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবগঠিত শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি আব্দুল লতিফ, আব্দুল কাদের, যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান টুটুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, সহ সম্পাদক মোনায়েম হোসেন, প্রচার সম্পাদক জিএম ফারুক আলম, তথ্য ও গবেষনা সম্পাদক শরিফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আকরাম হোসেন, সাংষ্কৃতিক সম্পাদক আশীষ কুমার বিশ্বাস, স্কাউট বিষয়ক সম্পাদক হযরত আলী, আইন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুর রহমান, পাঠাগার সম্পাদক আলমগীর হোসেন, সাহিত্য সম্পাদক জাহাঙ্গীর আলম রিপন, নির্বাহী সদস্য এসএম তুহিন আহমেদ কবির, মাসুদুর রহমান, শামছুজ্জামান, জুলফিকার আলী, সুলতানা খায়রুন্নেছা, তাবাচ্ছুর রহমান, রেজাউল ইসলাম প্রমুখ।প্রধান অতিথি শহীদ ইকবাল হোসেন নব গঠিত কমিটির সকলকে অভিনন্দন জানিয়ে বলেন,শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকদের ন্যায় সঙ্গত দাবি আদায়ের লক্ষ্যে নিশ্চয় এ কমিটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।