04/19/2025 যশোরে মানব পাচার প্রতিরোধ কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি।।
১২ এপ্রিল ২০২৫ ১৫:০৪
উত্তম চক্রবর্তী॥ যশোরে রূপান্তরের আয়োজনে এবং সুইজারল্যান্ড এম্বাসির সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে একদিন ব্যাপী যশোরের আরবপুরে এনজিও ফোরাম ট্রেনিং সেন্টারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আশ্বাস প্রকল্পের ফোকাল পার্সন মিজানুর রহমান পান্না। এ সময় উপস্থিত ছিলেন- উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অর্ডিনেটর সুপ্তি দিব্রা, রাইট যশোরের সিএমএসএস কৃষ্ণা রানী সাহা এবং আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার পাল। এ সভায় প্রকল্পের সমন্বয়কারী রবিউল ইসলাম বাবু প্রকল্পের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার পাল। আলোচনায় বিগত তিন মাসের কর্মকাণ্ড পর্যালোচনা করা হয় এবং মানব পাচার প্রতিরোধে আগামী তিন মাসের জন্য একটি সময়োপযোগী কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। এছাড়া অংশগ্রহণ করেন সক্রিয় কর্মীদলের সকল সদস্যবৃন্দ। প্রশিক্ষণের মধ্যদিয়ে যশোর জেলা মানব পাচার প্রতিরোধে স্বেচ্ছাসেবকদের নিয়ে একটি কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য: আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে উইনরক ইন্টারন্যাশন্যালের বাস্তবায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর মাঠ পর্যায়ে কাজ করছে এবং করবে।