04/19/2025 মুখ দিয়ে লিখে পিইসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া লিতুন জিরা আজ বসছে এসএসসি পরীক্ষায়
মনিরামপুর প্রতিনিধি।
১০ এপ্রিল ২০২৫ ০৯:২৯
মনিরামপুর প্রতিনিধি।। মুখ দিয়ে লিখেই স্কুল ফার্স্ব, পিইসিতে জিপিএ ৫ পাওয়া সেই লিতুন জিরা আজ এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। যার পাশে ছিল বসুন্ধরা গ্রুপ। যশোরের মণিরামপুর উপজেলার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী লিতুন জিরা উপজেলার নেহালপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে।
উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের হাবিবুর রহমান ও জাহানারা বেগমের মেয়ে লিতুন জিরা ২০১৯ সালে পিইসি পরীক্ষায় জিপিএ ৫ পায়। এ খবর প্রকাশিত হলে ২০২০ সালের ১৮ জানুয়ারি বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহানের পক্ষে বসুন্ধরা গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রেদোয়ানুর রহমান লিতুনের হাতে পাঁচ লাখ টাকার চেক, স্কুল ব্যাগ ও উপহারসামগ্রী তুলে দেন। লিতুন বলেন, ‘আমি সমাজের বোঝা হতে চাই না। লেখাপড়া শিখে আমি মানুষের মতো মানুষ হয়ে আত্মনির্ভরশীলতা অর্জন করে সমাজের সেবা করতে চাই।’
লিতুনের বাবা হাবিবুর রহমান বলেন, ‘লিতুন আমার কাছে বোঝা নয়, বরং তাকে নিয়ে আমি অহংকার করি।
তার মেধার ও অনন্য প্রতিভার কারণে দেশ ও জাতির কাছে এক পরিচিত মুখ সে। লিতুন জাতীয় পর্যায়ে মেধার স্বাক্ষর রেখে সর্বোচ্চ পুরস্কার পেয়েছে। বাবা হিসেবে আমি গর্ববোধ করি।’ লিতুনের শিক্ষক মো. রেজাউল ইসলাম বলেন, লিতুন অসম্ভব মেধাবী। সে তার শ্রেণিতে শুধু প্রথম নয়, স্কুলের মধ্যেও সে অন্যতম ও অনন্য। শুধু লেখাপড়ায় না, সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অন্যদের চেয়ে ভালো সে। চলতি এসএসসি পরীক্ষায়ও সে ইনশাআল্লাহ জিপিএ ৫ পাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না বলেন, কঠোর অধ্যবসায় ও অদম্য ইচ্ছাশক্তি দিয়ে যে সবকিছু অর্জন করা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত লিতুন জিরা।