04/06/2025 ঈদের নামাজ শেষে ফ্রী চিকিৎসা সেবায় ব্যাস্ত সময় পার করছেন ডা. মেহেদী হাসান
মনিরামপুর প্রতিনিধি।।
৫ এপ্রিল ২০২৫ ০০:০৫
মনিরামপুর প্রতিনিধি।। করোনা যোদ্ধা মানবিক ডা. মেহেদী হাসান তাঁর নিজ গ্রামের বাড়িতে ঈদের ছুটি কাটাতে এসেও ব্যাস্ত সময় পার করছেন ফ্রী চিকিৎসা সেবায়। ঈদের ছুটিতে সবাই যখন ঈদ আনন্দে আত্মহারা ডা. মেহেদী তখন নিজ গ্রামের বাড়ি আগর হাটি সকাল সন্ধা রোগীর সেবায় ব্যাস্ত। ঈদের দিন ডা. মেহেদী বাড়িতে আসবে এমন সংবাদ শুনেই পার্শ্ববর্তী এলাকার দূরদূরান্ত থেকে রোগী ভিড় জমে থাকে বাড়িতে। সরেজমিনে কথা হয় মুজগুনি গ্রাম থেকে ছুটে আসা নাছিমা খাতুনের সাথে। তিনি বলন আমি দীর্ঘদিন ধরে মাজার ব্যাথা-বেদনায় ভুগছি ডাক্তার আজ ঈদের দিন বাড়িতে আসবে শুনে চিকিৎসা নিতে আসছি। লাউড়ী গ্রামের মাছুমা বলেন আমি দীর্ঘদিন গ্যাস্টিকের সমস্যায় আছি ডাক্তার মেহেদী হাসান ঔষধ লিখে দিলে আমি ভালো হয়ে যায়। ফকির রাস্তার মতলবে বলেন আমি দীর্ঘদিন পেটের সমস্যায় ভুগছি, মেহেদী ডাক্তার বাড়ি আসবে এমন ধারণা থেকে আজ আসছি, চিকিৎসা পেয়েছি। ডাক্তার সাহেব অনেক ভালোমানুষ। আজ ঈদের দিন আমাদের চিকিৎসা দিয়েছেন পরিবারকে সময় না দিয়ে এতেই আমরা অনেক খুশি। শুধু তাই না তিনি প্রতি ঈদে বাড়িতে এসে রোগী নিয়ে ব্যাস্ত থাকেন।
ফ্রী চিকিৎসা সেবার পাশাপাশি করোনা যোদ্ধা মানবিক এই ডা. মেহেদী হাসান তাঁর নিজ এলাকা যশোরের মনিরামপুরে আর্তমানবতার সেবায় চালু করেছেন 'আমাদের অ্যাম্বুলেন্স' নামে একটি অ্যাম্বুলেন্স সেবা। নিজস্ব অর্থায়নে কেনা এই অ্যাম্বুলেন্সটির নামকরণ করা হয়েছে ‘আমাদের অ্যাম্বুলেন্স’। উদ্যোগ নেওয়া হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিনামূল্যে মনিরামপুরে লাশ বহনের। আর্তমানবতার সেবায় নিয়োজিত ‘আমাদের অ্যাম্বুলেন্স’ সেবা ইতিমধ্যে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
মহামারি কোভিড-১৯’র প্রাদুর্ভাবে মানুষ যখন দিশেহারা তখন যশোরের মনিরামপুরে মানবিক ডাক্তার খ্যাত মেহেদী হাসান নিরন্তর ছুটে চলেন কোভিডে আক্রান্ত রোগীদের ফ্রি চিকিৎসা দিতে। শুধু মনিরামপুরেই তিনি সীাবদ্ধ রাখেননি ফ্রি চিকিৎসাসেবার। তিনি সারাদেশে কোভিড আক্রান্ত প্রায় ২০ হাজার রোগীকে ফ্রি চিকিৎসাসেবা দিয়ে সুস্থ করেন। ফলে তিনি স্বল্প সময়ের মধ্যে মনিরামপুরে মানবিক ডাক্তার হিসেবে পরিচিতি লাভ করেন। তার এই অবদানের স্বীকৃতিস্বরূপ ডা. মেহেদীকে ঢাকা বিভাগীয় কমিশনার অফিস এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট(আইইইবি) থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া তিনি ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০-র অধীনে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড লাভ করেন। ডা. মেহেদী হাসান বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে(বিএসএমএমইউ) প্যালিয়েটিভ মেডিসিন বিভাগে কর্মরত রয়েছেন। তিনি যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের আগরহাটি গ্রামের হাজী জবেদ আলীর ছোট ছেলে। ডা. মেহেদী চাকরির পাশাপাশি নিজ এলাকার মানুষের ফ্রি চিকিৎসাসেবা দিয়ে আসছেন।
মূলত পারিবারিক অনুপ্রেরণা থেকেই সবসময় মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করছি উল্লেখ করে ’আমাদের অ্যাম্বুলেন্স’ সেবার প্রতিষ্ঠাতা ডা. মেহেদী হাসান বলেন, সাধারণ মানুষের মধ্যে যেভাবে সাড়া জেগেছে তাতে অনুপ্রাণিত হয়ে ‘আমাদের অ্যাম্বুলেন্স’ সেবা ও ফ্রী চিকিৎসা সেবা প্রদান করে আসছি। আপনারা দোয়া করবেন আগামীতে মনিরামপুর বাসীর সেবার বহরে ফ্রিজিংসহ আরো তিনটি অ্যাম্বুলেন্স যুক্ত করার পরিকল্পনা রয়েছে।