04/19/2025 মনিরামপুরে ব্যাংক কর্মকর্তা মিলনের ইন্তিকাল,শোকজ্ঞাপন
মনিরামপুর প্রতিনিধি।।
২ জানুয়ারী ২০২৫ ১৬:২৬
মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমানের ছোট চাচা ব্যাংক কর্মকর্তা শহিদুল ইসলাম মিলন ইন্তিকাল করেছেন(ইন্নালিল্লাহী—-রাজেউন)। হৃদরোগে আক্রান্ত হলে বুধবার সকাল পাঁচটার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার দুপুরে যশোর নিউমার্কেট এলাকায় প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।বিকেলে মনিরামপুর পৌরশহরের গাংড়া গ্রামে দ্বিতীয় দফায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাকে দাফন করা হয়। জানাজা নামাজে ইমামতি করেন অধ্যক্ষ মুফতি মফিজুর রহমান। এ দিকে শহিদুল ইসলামের মৃত্যুর খবর পেয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, আসাদুজ্জমান রয়েল, কামরুজ্জামান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোতাহারুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বাড়িতে গিয়ে রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারকে সান্তনা দিয়ে গভীর সমবেদনা জ্ঞাপন করেন।