04/03/2025 মনিরামপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
মনিরামপুর প্রতিনিধি।।
২৫ ডিসেম্বর ২০২৪ ২১:৫২
প্রবাসী আফরোজা পারভীন,নুর উন নাহার মেরি, শিউলী বিশ্বাস ও আশরাফ হায়দারের সহযোগিতায় আজ যশোর মণিরামপুর উপজেলার হরিদাস,কুলটিয়া,লখাইডাঙা,জোকা,কোমলপুর,দীঘিরপাড়,ষোলখাদা,মল্লিকপুর,হানুয়ার,দোদাড়িয়া,মানিকগঞ্জ সহ বেশকিছু গ্রামে কম্বল বিতরণ করা হয়েছে কোমলপুর নতুন মন্দির প্রাঙ্গন থেকে। এ সময় উপস্থিত মাস্টার শ্রী বিবেকানন্দ বিশ্বাস তুলেদেন প্রনব কুমার বিশ্বাস, বাসন্তী মন্ডল, বীরমুক্তিযোদ্ধা কাওসার আলী, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন, প্রকৌশলী ড.আবদুল্লাহ,আমেনা বেগম,জব্বার আলী,হাফিজুর রহমান,মাইকেল,খালেদুর টিটো, শাহিনুর, মাস্টার লাভলু, তোফাজ্জল হোসেনের হাতে কম্বল তুলে দেওয়া হয়।