04/20/2025 কেশবপুরে প্যালেস্টাইনের পক্ষে নাগরিক সমাজের মানববন্ধন
অলিয়ার রহমান
৫ জুন ২০২৪ ২২:৩৪
অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে নাগরিক সমাজের উদ্যোগে প্যালেস্টাইনের পক্ষে সংহতি প্রকাশ করে মানববন্ধন করা হয়েছে। বুধবার বিকেলে পৌর শহরের ত্রিমোহিনী মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশ নেন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এইচ এম আমির হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী, শিক্ষক স্বপন মন্ডল, প্রভাষক কানাইলাল ভট্টাচার্য, কুন্তল বিশ্বাস, সাংবাদিক দীলিপ মোদক, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি শওকত হোসেন, ওয়ার্ডের নির্বাহী স¤পাদক সৈয়দ আকমল আলী, সাংস্কৃতিক কর্মী পলাশ সিংহ, যশোর জেলা ছাত্র ইউনিয়নের আহŸায়ক আকরাম হোসেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিউল আজিম প্রমুখ। মানববন্ধনে প্যালেস্টাইনে গণহত্যা বন্ধ করা, জাতিসংঘ থেকে ইসরাইলকে বহিষ্কার করা এবং প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতি ও তাদের অধিকার প্রতিষ্ঠার দাবি করেন বক্তারা। #