04/20/2025 যশোরের রামনাগর ইউনিয়নে কামালপুর সরকারি খালের মাটি কেটে বিক্রির অভিযোগ
বিশেষ প্রতিনিধি।।
১৮ মার্চ ২০২৪ ২১:৪৯
মোঃ ওয়াজেদ আলী বিশেষ প্রতিনিধি।। যশোর সদর উপজেলা ১১ নং রামনাগর ইউনিয়নে ৬ নং ওয়ার্ড কামালপুর গ্রামে সরকারি খালের মাটি কেটে বিভিন্ন ভাটা প্রতিষ্ঠানে বিক্রি করার অভিযোগ উঠেছে। ১৮ মার্চ সোমবার সকালে ৬ নং ওয়ার্ড কামালপুর এই সরকারি খালের মাটি কাটার ও বিক্রি করার অভিযোগ । সরেজমিনে গিয়ে দেখা যায় যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নে ৬ নং ওয়ার্ড কামালপুর গ্রামে সরকারি খাল থেকে মাটি কেটে বিভিন্ন মাটির টলি করে নিয়ে আব্দুল্লাহ ভাটা, সাহাভাটা নিয়ে যেতে দেখা যায়। এই ঘটনার বিষয় রামনগর ইউনিয়ন পরিষদের ভূমি সহকারী কর্মকর্তা রাকিবুল হাসান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই ঘটনা আমরা শুনেছি এবং আমরা সরেজমিনে গিয়ে মাটির ব্যবসায়ীদের নিষেধ করেছি আপনারা এ সরকারি খাল থেকে আর মাটি কেটে বিক্রি করবেন না বা কোথাও নিয়ে যাবেন না। তিনি আরো বলেন, আমরা তাদেরকে নিষেধ করার সত্ত্বেও তারা আমাদের কথা কোন কর্ণপাত না করে তাদের ক্ষমতা বলে মাটি কেটে বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রি করছেন। প্রশ্ন উঠেছে এই মাটির ব্যবসায়ীদের খুটির জোর কোথায়। এই ঘটনার বিষয় এলাকাবাসী জানান মাটির সিজনের সময় আসলে এরা জনগণের চলাচলের পাকা রাস্তা গুলো কদমমুক্ত করে ফেলে কিন্তু তাদেরকে নিষেধ করা এবং বলার সাহস নেই। এই মাটি কাটার সিজনের জনগণ তাদের কাছে জিম্মি হয়ে পড়ে। যার দেখার কেউ নেই। এই ঘটনার বিষয় এলাকাবাসী তদন্তপূর্বক কর্তৃপক্ষের আশু - হস্তক্ষেপ কামনা করেন।