04/20/2025 ইসমাইল শাঁইজির ১৫ তম ও উফাত দিবস পালিত
রাশেদ রেজা বাঘারপাড়া থেকে...
১১ মার্চ ২০২৪ ২০:৫৯
যশোরের বাঘারপাড়া উপজেলার ১ নং জোহরপুর ইউনিয়নের মাঝিয়ালী দক্ষিণ পাড়া জাতীয় সাধু সংসদ মাঝিয়ালী মিলন শাহ আখড়া বাড়িতে ২ দিন ব্যাপি ওফাত দিবস পালিত হচ্ছে।
ইসমাইল শাঁইজির জীবনের উপর আলোচনা ও বাউল অনুষ্ঠানে দূর দুরান্ত থেকে আগত ভক্তবৃন্দ আলোচনা করেন ও বাউল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পবিত্র মাহে রমজানের কারণে অনুষ্ঠানকে সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানান উক্ত অনুষ্ঠানের আয়োজক শ্রদ্ধেয় লতিফ শাইজি।
আগামীকাল পূর্ণ সেবা ও মিলন মেলার মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানটির পরিসমাপ্তি হবে বলে প্রতিবেদক কে জানান আয়োজক কমিটি, আরো জানানো হয় পবিত্র মাহে রমজানের উপলক্ষে দুইদিন আগে আখড়াতে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে।