03/12/2025 যশোরের মনিরামপুরে স্বতন্ত্র ঈগল মার্কার প্রার্থী আলহাজ্ব মোঃ ইয়াকুব আলীর গড়ি বহরে হামলা
মণিরামপুর প্রতিনিধি।।
২১ ডিসেম্বর ২০২৩ ০২:০১
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৮৯ যশোর-৫, মণিরামপুর আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ ইয়াকুব আলীর গাড়ী বহরে হামলায় প্রার্থীর গাড়িসহ ১০টি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে গতকাল বুধবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার কাশিম নগর ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে। আতর্কিত শতাধিক লোক লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে এসএম ইয়াকুব আলীর অর্ধশতাধিক কর্মী সমার্থক এতে আহত হন।
ইয়াকুব আলী দাবি করেন, নির্বাচনী প্রচারণা শেষে সমর্থকদের নিয়ে বাড়ি ফিরছিলাম। এক পর্যায়ে গাড়িবহর কাশিমপুর এলাকায় পৌঁছালে বর্তমান সংসদ সদস্য স্বপন ভট্টাচার্যের ছেলে সুপ্রিয় ভট্টাচার্য শুভ ও মন্ত্রীর ভাগ্নে উত্তম চক্রবর্তী বাচ্চুর নেতৃত্বে সন্ত্রাসীরা গাড়িবহরে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বহরে থাকা ৬টি মোটরসাইকেল, দুটি মাইক্রোবাস ও আমার গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।