03/15/2025 গজারিয়া গাড়ি পোড়ানোর মামলায় যুবদল নেতা গ্রেপ্তার মাহাদি ইসলাম বাবু
ওসমান গনি,গজারিয়া:
১৫ নভেম্বর ২০২৩ ২১:৫৩
মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা গাড়ি পোড়ানোর মামলায় গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাদি ইসলাম বাবুকে (৩৭) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
গজারিয়া থানায় হস্তান্তর করে র্যাব। এর আগে সোমবার রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী জানান, গত ২৮ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া ইউনিয়নের বক্তারকান্দী এলাকায় একটি মিনি বাসে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় বাসযাত্রী আবু সুফিয়ান ৪১ জনের নামোল্লেখ করে অজ্ঞাত ৭০-৮০ জনের বিরুদ্ধে গজারিয়া থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার বাবু গাড়ি পোড়ানোর মামলায় এজাহারভুক্ত আসামি।