03/12/2025 কেশবপুরে ঈদ-ই-মিলাদুন্নবি (সা:) অনুষ্ঠিত
অলিয়ার রহমান
২৭ অক্টোবর ২০২৩ ০০:২২
অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুর মূলগ্রাম দারুল উলুম মাদ্রাসায় ঈদ-ই-মিলাদুন্নবি (সা:) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে এ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে কেরাত, হামদ-নাত ও মহানবীর (সা:) জীবনীর উপর প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মূলগ্রাম দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা গাজী আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কেশবপুর কামিল মাদরাসার অধ্যক্ষ ফসিয়ার রহমান। প্রধান বক্তা ছিলেন, কেশবপুর কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুস্তাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মূলগ্রাম দারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ আলাউদ্দীন, কেশবপুর কামিল মাদরাসার মুফতি আহসান উল্লাহ প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা মুস্তাফিজুর রহমান। #