04/20/2025 কেশবপুরে তিলতর্পণ ও মহালয়া অনুষ্ঠিত
অলিয়ার রহমান
১৫ অক্টোবর ২০২৩ ০০:২৮
অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে তিলতর্পণ ও মহালয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভোরে শহরের দে বাড়ির পুকুরে তিলতর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিলতর্পণ উদযাপন কমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত শিক্ষক রনজিৎ দাসের তত্ত্বাবধানে ও বাসুদেব গোস্বামী পুরোহিত্য করেন। সকালে কেশবপুর সার্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরে মহালয়া উপলক্ষে আগমনী গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কালীমন্দির পরিচালনা কমিটির আহ্বায়ক সুকুমার সাহা, সদস্য সচিব মদন সাহা অপু, কমিটির সদস্য দুলাল চন্দ্র সাহা, শংকর পাল, কনক সেন, সত্যজিৎ সাহা বুলু, উৎপল দে প্রমুখ। #