03/12/2025 আড়পাড়া উচ্চ বালিকা বিদ্যালয় কে পুরস্কৃত করল মানবতার সেবা সংঘ
রাশেদ রেজা মাগুরা থেকে...
২১ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৪৫
গতকাল ২০ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকাল দশটায় আড়পাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে ৫০ তম গ্রীষ্মকালীন (কাবাডি) ক্রিড়া প্রতিযোগিতায় মাগুরা জেলা চ্যাম্পিয়ন উক্ত প্রতিষ্ঠানের চ্যাম্পিয়ন খেলোয়াড়দের ও সাধারণ শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ ও পুরস্কৃত বিতরণ করেন মানবতার সেবা সংঘ সংগঠনটি।
ক্রিড়া শিক্ষক তৈয়েবুর রহমানের সঞ্চালনায় উদ্বুদ্ধকরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসমিন আক্তার শাবানা সভাপতি আড়পাড়া উচ্চ বালিকা বিদ্যালয় ও ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, শালিখা, মাগুরা।
এছাড়া অন্যান্য ওদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন মন্ডল, সমাজকর্মী কুতুব উদ্দিন, সহকারী শিক্ষক আবু সেলিম, ইংরেজি শিক্ষক জিল্লুর রহমান সহ প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী কর্মচারীসহ ৫০ তম গ্রীষ্মকালীন (কাবাডি) জেলা চ্যাম্পিয়ন দলের সদস্য শিক্ষার্থীবৃন্দ।
মানবতা সেবা সংঘের প্রতিষ্ঠাতা ইব্রাহিম হোসেন নিলয় ও ক্যাপ্টেন সালিমুল হক অন্তরের উপস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে ট্রফি এবং আজ ২১ তারিখে খুলনাতে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের (কাবাডি) টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের জন্য জার্সি প্রদান করেন এবং সকল শিক্ষার্থীদের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ বক্তব্য প্রদান করেন।
এ সময় সংবাদ কর্মীদের সাথে এক সাক্ষাৎকারে মানবতার সেবা সংঘের প্রতিষ্ঠাতা ইব্রাহিম হোসেন নিলয় বলেন, সকল ভালো কাজের সাথে মানবতার সেবা সংঘ ছিল আছে থাকবে, জেলা পর্যায়ে কাবাডিতে আড়পাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের এমন সাফল্য সম্পর্কে জানতে পেরে আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত মোতাবেক পুরা দলটাকে উদ্বুদ্ধকরন ও আগামীতে আরো ভালো খেলার জন্য যা যা করণীয় আমাদের সংগঠনের পক্ষ থেকে চেষ্টা করেছি, শালিখা উপজেলা তথা মাগুরা জেলা ব্যাপি কোন শিক্ষা প্রতিষ্ঠান যদি এমন সাফল্য দেখাতে পারে আমরা মানবতার সেবা সংঘ সব সময় তাদের পাশে থাকবো ইনশাল্লাহ।