04/20/2025 কেশবপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী অমিত গাঁজাসহ গ্রেফতার
অলিয়ার রহমান
৪ সেপ্টেম্বর ২০২৩ ০৭:৫৫
অলিয়ার রহমান, কেশবপুর প্রতিনিধিঃ
কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং একাধিক মাদক মামলার আসামি অমিত বিশ্বাস (৩০) কে ১০৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে। শনিবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার মূলগ্রাম পরামানিক পাড়া থেকে তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান এর দিকনির্দেশনায় পুলিশ উপ-পরিদর্শক জয় ব্যানার্জী, প্রশান্ত দাস, গোরা চাঁদ ও সহকারী পুলিশ উপ-পরিদর্শক নজরুল ইসলাম, আব্দুল বাতেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মূলগ্রাম পরামানিক পাড়ায় অভিযান চালিয়ে অমিত বিশ্বাস (৩০) কে ১০৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। সে এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মাদকসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে আরও একটি মামলা হয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন, চিহ্নিত মাদক ব্যবসায়ী অমিতকে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। রবিবার সকালে গ্রেফতারকৃত আসামিকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।#