04/20/2025 কেশবপুরে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা
অলিয়ার রহমান
২৩ আগস্ট ২০২৩ ০৫:৪৪
অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে এলপি গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করায় ও মূল্য তালিকা না থাকায় ৪ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে ৬ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় কেশবপুর শহরের মেসার্স গাজী মটরসের পরিচালক নাসির উদ্দীন গাজীকে ৫ হাজার, মেসার্স ইউনিক এন্টারপ্রাইজের এনামুল হোসেনকে ৫শ’ এবং মূল্য তালিকা না থাকায় মেসার্স হায়াত এন্টারপ্রাইজের জিল্লুর রহমানকে ৫শ’ ও মেসার্স মুন স্টার এন্টারপ্রাইজের আব্দুস সালামকে ভ্রাম্যমাণ আদালতে ৫শ’ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন। #