04/20/2025 পিয়ারপুর ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রারাসা কর্তৃক শোক দিবস পালিত
রাশেদ রেজা মাগুরা থেকে...
১৫ আগস্ট ২০২৩ ১৯:০১
আজ ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাগুরার শালিখা উপজেলার পিয়ারপুর ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রারাসা কর্তৃক দিনব্যাপী আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা, দেশের গান, হাম/নাত, উপস্থিত বক্তৃতা এবং আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় পিয়ারপুর ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রারাসার সুপার আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাক আলী (আলফা মন্ডল) সভাপতি অত্র মাদ্রারাসা।
সহকারী শিক্ষক আঃ জলিলের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন লিয়াকত আলী সদস্য, পিয়ারপুর ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রারাসা ম্যানেজিং কমিটি, মাহবুবুর রহমান, আব্দুর রহিম সহকারী শিক্ষক অত্র প্রতিষ্ঠান।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারবর্গের রুহের মাগফেরাত কামনায় ক্বারী আলী আহম্মদের পরিচালনায় বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত শোক দিবসের অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ ওমর আলী, মোঃ আব্দুর রাজ্জাক, সালমা ইয়াসমিন, জাহাঙ্গীর হোসেন, আফিফা ইয়াসমিনসহ শিক্ষক ও কর্মচারী বৃন্দ।