04/20/2025 কেশবপুরে শেখ কামালের জন্মবার্ষিকী পালন
অলিয়ার রহমান
৬ আগস্ট ২০২৩ ০৮:০৬
অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে নানা শনিবার সকালে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, স্মৃতিচারণমূলক আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, সহকারী অধ্যাপক মশিউর রহমান প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুর রহমান। #