04/19/2025 জনপ্রিয় কবি ও সাহিত্যিক অলিয়ার রহমান এর কবিতা- তোমার জন্যই
সাহিত্য ডেস্ক।।
৫ আগস্ট ২০২৩ ০১:৪৩
তোমার জন্যই-
অলিয়ার রহমান।
আমি তোমার জন্য
বৃষ্টি হতে চেয়েছিলাম বহুবার,
শ্রাবণধারা হয়ে নামতে চেয়েছিলাম
মেঘের বুক থেকে।
তাইতো সুবিশাল সাগরের বুক থেকে
প্রখর সূর্যের জ্বালা সহ্য করে
বাষ্প হয়ে উড়ে গেছি
আকাশের দেশে।
তারপর অচেনা বাতাসে ভাসতে ভাসতে
তীব্র শীতের কষ্ট উপেক্ষা করে
একদিন তোমার জন্য হয়েছিলাম বৃষ্টির ফোটা।
আমি খুব করে চেয়েছিলাম -
যেদিন তুমি আকাশের মত নীল শাড়ি
আর উদিত সূর্যের মত লাল টিপ পরে
ছাদে উঠবে,
সেদিন আমি আকাশ থেকে
দ্রুত নেমে এসে ছুঁয়ে যাবো তোমার চুল,
তোমার মুখমণ্ডল আর তোমার হাতের আঙুল।
একবার তোমাকে ছুঁয়ে দেবার আনন্দে
আকাশে সেদিন রংধনু উঠবে,
লজ্জায় লাল হয়ে যাবে দিগন্ত রেখার গোধূলি বেলা।
তোমাকে একবার ছুঁয়ে দেবার আকাঙ্খায়
আমি মেঘের সাথে ভেসে চলেছি
আজন্মকাল।
কিন্তু তোমার শৃঙ্খলিত পাদু’টো
ছাদের সিড়ি ভাঙতে পারলোনা কোনদিন!
তুমি সারাজীবন জানালার গ্রিল ধরে
আকাশের পানে তাকিয়ে গেলে ,
কোনদিন জানা হল না -
শ্রাবণের মেঘগুলো তোমার জন্যই
কেঁদে চলেছে অনন্তকাল