04/20/2025 পটিয়া পৌরসভা জাতীয় পার্টির পুর্নাঙ্গ কমিটির ঘোষণা সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক মোস্তাক
সেলিম চৌধুরী নিজস্ব সংবাদ দাতা।।
২ আগস্ট ২০২৩ ১৮:৩২
চট্টগ্রামে পটিয়া পৌরসভা জাতীয় পার্টি ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে ১ আগষ্ট মঙ্গলবার বিকালে পটিয়া জাতীয় পার্টির কার্য়লয়ে এক আলোচনা সভা পৌর জাপা'র নেতা মো: সাইফুউদ্দিন এর সভাপতিত্বে ও মোস্তক আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও দক্ষিণ জেলার আহবায়ক আমান উল্লা আমান, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা জাতীয় পার্টি সদস্য সচিব সাবেক কমিশনার আলহাজ্ব নুরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ফয়জুল কবির চৌধুরী টিটু, জেলার যুগ্ম আহবায়ক আবদুস সাক্তার সওঃ, বক্তব্য রাখেন মো: নুরুচ্ছফা সরকার, বিকাশ মিএ, দিদারুল আলম, হকার নুরুল হাকিম, জালাল উদ্দীন, মো: ইউসুফ, আবু সৈয়দ, আবদুস সাক্তার, কাজী আমির উদ্দিন, কোরবান সও: আবদুল হক সও:, ফজল কাদের, সেলিম প্রমুখ। সভার শেষে উপস্থিত সর্বসম্মতিক্রমে জেলা জাপা'র আহবায়ক আমান উল্লা আমান, সদস্য সচিব আলহাজ্ব নুরুল ইসলাম কমিশনার মো: সাইফুদ্দিন'কে সভাপতি, মোস্তাক আহমদ'কে সাধারণ সম্পাদক, বিকাশ মিএ যুগ্ম সাধারণ সম্পাদক, দিদারুল আলম সাংগঠনিক সম্পাদক, রঞ্জন ধর'কে সহ সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট জাতীয় পার্টি পটিয়া পৌরসভার পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সভায় বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জন্য প্রস্তুতি নিতে এখন থেকে জাতীয় পার্টি'কে শক্তি শালী করার আহবান জানান।