04/20/2025 আগস্ট মাস উপলক্ষে কর্মসূচি পালন শুরু করলো জেলা আওয়ামী লীগ
রাশেদ রেজা মাগুরা থেকে...
১ আগস্ট ২০২৩ ১৭:০২
শোকাবহ আগস্ট মাস শুরু, আজ ১ লা আগস্ট সকালে মাগুরা জেলা আওয়ামী লীগ কতৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে (জামরুল তলায়) জাতীয় পতাকা, দলীয় পতাকা ও শোকের প্রতীক কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ড সহ জেলা আওয়ামী লীগে নেতৃবৃন্দ এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগ মাগুরা জেলা শাখার নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।