04/20/2025 কেশবপুরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে কর্মশালা
অলিয়ার রহমান
২৬ জুলাই ২০২৩ ০৭:৪৪
অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
কেশবপুরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ বিষয়ে ২ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে শহরের মরিয়াম হোটেলের পাশের একটি মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির উদ্যোগে ক্রিশ্চিয়ান এইড ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন ওই প্রশিক্ষণের আয়োজন করে।
এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) হারুনার রশীদ বুলবুলের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন সহকারী সমাজসেবা কর্মকর্তা আব্দুস সামাদ। ওয়েভ ফাউন্ডেশনের খুলনা ডিভিশনাল ফ্যাসিলিটেটর জহির উদ্দিন প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন। বক্তব্য দেন, কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক উৎপল দে, মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুর রহিম, ইউপি সদস্য শাহনাজ পারভীন প্রমুখ।
কর্মশালায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। #