04/20/2025 কেশবপুরে সাইকেল ও মটর ভ্যান পার্টস ব্যবসায়ী মালিক সমিতির কমিটি গঠন
অলিয়ার রহমান
২১ জুলাই ২০২৩ ০৪:১৫
অলিয়ার রহমান, কেশবপুর প্রতিনিধিঃ
কেশবপুর উপজেলা সাইকেল ও মটর ভ্যান পার্টস ব্যবসায়ী মালিক সমিতির ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। বুধবার এ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সমন্বয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। মিলন সাইকেল ষ্টোরের সত্তাধিকারী মিলন সরকারকে সভাপতি ও রহমান সাইকেল স্টোর এন্ড পার্টস এর সত্তাধিকারী জুয়েল আফজাল রহমান রনিকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন, চায়না এন্টার প্রাইজের সত্তাধিকারী মোঃ আমিনুল ইসলাম সহসভাপতি, কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন কেশবপুর সাইকেল স্টোরের সত্তাধিকারী গৌরাঙ্গ পাল।
এছাড়াও সাধারণ সদস্যরা হলেন, পলাশ পাল, রফিকুল ইসলাম, শিমুল ইসলাম বাবু, মোশারফ মোড়ল, নুরুল ইসলাম, সংকর দাশ, রায়হান করিব, হাবিবুর রহমান, প্রশান্ত অধিকারী, নিখিল বানে, আবুল কাসেম, আনছার মোড়ল, সুবাশ দেবনাথ, ওয়াসিম দেবনাথ, মুনছুর মোড়ল, খোকন সরদার, দেবরজ্ঞন দাশ।