04/20/2025 কেশবপুরে প্রতিবন্ধীদের উন্নয়নে মাছের পোনা অবমুক্ত
অলিয়ার রহমান
২০ জুলাই ২০২৩ ০৪:৩৪
অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে প্রতিবন্ধীদের উন্নয়নে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার দুপুরে মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে গোপসেনা এলাকার একটি পুকুরে ওই মাছের পোনা অবমুক্ত করা হয়।
সংস্থার সভাপতি ও কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহা. আলমগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মাহবুর রহমান, মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহসভাপতি মোনছেদ আলী, সদস্য পলাশ কুমার বিশ্বাস, মুনসুর আলী, শিউলী খাতুন, মোস্তাক গাজী, আব্দুস সবুর, আজগর আলী, সিরাজুল ইসলাম প্রমুখ।
এ বিষয়ে মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুর রহিম বলেন, হারি (লিজ) নেওয়া ওই পুকুরে বিভিন্ন প্রজাতির ৩ মণ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এ মাছ বিক্রির অর্থ প্রতিবন্ধীদের উন্নয়নে ব্যয় করা হবে। #