04/20/2025 পটিয়ায় শশাংকমালা স্কুলের বদলীকৃত ৭ শিক্ষক পুনরায় যোগদান
(চট্টগ্রাম) প্রতিনিধি:
১১ জুলাই ২০২৩ ০৫:৫৯
পটিয়া পৌরসভা সদরে শশাংকমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাত শিক্ষককে হাইকোর্টের বদলির আদেশ স্থগিত অনুয়ায়ী বিদ্যালয়ের যোগদান করেছে উক্ত ৭ শিক্ষক। গতকাল সোমবার (১০ জুলাই) শশাংকমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুনরায় যোগদানকৃত শিক্ষকরা হলেন, মৌসুমী দেব, সুমন দাস, আখতার জাহান চৌধুরী, আকলিমা বেগম, মোহাম্মদ নাসের উদ্দিন, তাহমিনা আক্তার ও সহকারী শিক্ষক শর্মিলা দাস। মামলা সূত্রে জানাগেছে, শশাংকমালা প্রাথমিক বিদ্যালয়ের ১৭ জন শিক্ষক গত ১৩ জুন প্রাথমিক ও গন শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক একযোগে বদলির কারণে এর মধ্যে ১০ জন শিক্ষক বদলিকৃত বিদ্যালয়ে যোগদান করলেও ৭ জন শিক্ষক হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। এর পেক্ষিতে হাইকোর্ট গত ৫ জুলাই ৭ শিক্ষক বদলির আদেশ স্থগিত করেন। রিটকারীরা শশাঙ্ক মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে মৌসুমী দেব, সুমন দাস, আখতার জাহান চৌধুরী, আকলিমা বেগম, মোহাম্মদ নাসের উদ্দিন, তাহমিনা আক্তার ও সহকারী শিক্ষক শর্মিলা দাস। হাইকোর্ট আদেশ সুত্রে এডভোকেট রঞ্জিত ধর রিটকারীদের পক্ষে লিখিতভাবে জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবরে লিখিতভাবে অবহিত করে। এ বিষয়ে গত (৯ জুলাই) ৭ জন শিক্ষক যোগদান করতে গেলে প্রধান শিক্ষক যোগদানের অনুমতি না দেওয়ায় রিটকারীরা শিক্ষকদের পক্ষে সুপ্রিম কোর্ট এডভোকেট আলী ইমাম খালেদ রহিম সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ২৪ ঘন্টার মধ্যে অনুমতি দেওয়ার জন্য উকিল নোটিশ প্রদান করেন। এ বিষয়ে উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা রূপানঞ্জলী কর জানান, মহামান্য হাইকোর্টে আদেশক্রমে এবং চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম নির্দেশনায় গতকাল সোমবার বদলীকৃত ৭ শিক্ষক পুনরায় শশাংকমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেছে। অন্য স্কুল থেকে যোগদানকৃত শিক্ষকদের বিষয়ে সংশ্লিষ্ট উর্ধতন কতৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া হবে হবে জানান।