04/20/2025 মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এঁর ১৫০ তম মৃত্যুবার্ষিকী উদযাপন
অলিয়ার রহমান
৩০ জুন ২০২৩ ০৯:৩২
অলিয়ার রহমান, কেশবপুর প্রতিনিধিঃ
কেশবপুরের পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এর আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি নজরুল ইসলাম খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লেখক ও প্রাবন্ধিক সহকারী অধ্যাপক তাপস মজুমদারের সঞ্চালনায় ‘জমিদার পুত্র মাইকেল মধুসূদন দত্ত এঁর জীবন ও সৃষ্টি’ বিষয়ক আলোচনা অনুষ্ঠানে অতিথির আলোচনা করেন অবসর প্রাপ্ত অধ্যাপক হাসেম আলী ফকির, কবি ও গবেষক বদরু মোহাম্মদ খালেকুজ্জামান,অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক তাপস দে, সংগঠনের সহ সভাপতি সমীর দাস, সুব্রত বসু, সহ সম্পাদক প্রনব মণ্ডল মানব প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাইজিং বিডি এর সিনিয়র সাব এডিটর মঞ্জুরুল আলম, পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার , পাঞ্জেরী পাবলিকেশন্স এর ডিভিশনাল ম্যানেজার সেলস সুবীর হালদার প্রসুখ। আলোচনা শেষে মধুসূদনকে নিবেদিত কবিতা পাঠ করেন বদরু মোহাম্মদ খালেকুজ্জামান।