04/20/2025 কুয়াদায় স্বপ্নের ছোঁয়া ক্যাফে অসামাজিক কাজে লিপ্ত থাকায় ২ জনকে ধরে পুলিশে সোপর্দ
মোঃ ওয়াজিদ আলী, বিশেষ প্রতিনিধি।।
২৬ জুন ২০২৩ ০৪:৩৪
শামিম হোসেন , কুয়াদা (যশোর) প্রতিনিধিঃ যশোরের কুয়াদা বাজারে স্বপ্নের ছোঁয়া ক্যাফে এন্ড রেষ্টুরেন্টে অসামাজিক কাজে লিপ্তথাকা অবস্থায় স্থানীয় জনতা ২ জনকে ধরে পুলিশে সোর্পদ করেছে। এ ঘটনাটি ঘটেছে শনিবার আনুমানিক রাত সাড়ে ১১ টার দিকে। আটককৃত ব্যক্তিরা হলো,যশোর সদরের রামনগর ইউনিয়নের ডহরসিংগা গ্রামের মুনতাজ হোসেনের ছেলে রাসেল হোসেন (২৫), ও একই ইউনিয়নের কাজিপুর গ্রামের মৃত হক বিশ্বাসের মেয়ে রুপা খাতুন ( ২০)।
স্থানীয়রা জানান, যশোরের মনিরামপুর উপজেলার ভোজগাতি ইউনিয়নের কুয়াদা বাজারের দক্ষিন মাথায় স্থানীয় স্কুল এন্ড কলেজ মাঠ সংলগ্ন গড়ে ওঠেছে স্বপ্নের ছোঁয়া ক্যাফে এন্ড রেষ্টুরেন্ট নামে একটি কথিত প্রতিষ্ঠান। তারা আরো জানায়, দির্ঘদীন ধরে এই কফি হাউজের মালিক সিরাজসিংগা গ্রামের মৃত ইনকুব মোড়লের ছেলে আলোচিত সেলিম হোসেন তার ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে মাদক ও দেহব্যবসা চালিয়ে আসছে।
এ বিষয়ে এলাকার সচেতনমহল স্বপ্নের ছোঁয়া ক্যাফে এন্ড রেষ্টুরেন্ট নামে আলোচিত প্রতিষ্ঠানটি দ্রুত বন্ধ করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।