04/20/2025 কেশবপুরে পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
অলিয়ার রহমান
১ জুন ২০২৩ ০৬:৩৫
অলিয়ার রহমান, কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুর উপজেলার পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তপন কুমার ব্রক্ষ এঁর অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মছিহুর রহমান।
উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশিদ, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, ইউপি সদস্য মোসলেম উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য জয়দেব বাবু,বিদায়ী প্রধান শিক্ষক তপন কুমার ব্রক্ষসহ আমন্ত্রিত অতিথি ও শিক্ষক - শিক্ষিকাবৃন্দ প্রমূখ।
উক্ত অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিদায়ী প্রধান শিক্ষককে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।#