04/20/2025 যশোর সদরে সতীঘাটা শিশু-কিশোর ও কিশোরীদের ৪ দিন ব্যাপী ক্রীড়া প্রশিক্ষণ - ২০২৩
মোঃ ওয়াজেদ আলী, বিশেষ প্রতিনিধি
৩০ মে ২০২৩ ০৭:২৫
যশোর সদর উপজেলা ১১নং রামনগর ইউনিয়নে সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশ এর যৌথ আয়োজনে শিশু কিশোর ও কিশোরদের নিয়ে ৪ দিন ব্যাপী ফুটবল প্রশিক্ষণ প্রতিযোগিতা ২০২৩ শুরু হয়েছে । সোমবার বিকালে যশোর সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিশু কিশোর কিশোরীদের নিয়ে ৪ দিন ব্যাপী এই ফুটবল প্রশিক্ষণ ২০২৩ শুরু হয়। শিশু কিশোর ও কিশোরীদের ৪ দিন ব্যাপি এই ফুটবল প্রশিক্ষণ কালে উপস্থিত ছিলেন, যশোর জেলা ক্রীড়া অফিসার মোঃ খালিদ জাহাঙ্গীর , যশোর জেলার ইউনিসেফ প্রতিনিধি মোছাঃ মিনা বেগম, যশোর জেলা ফুটবল এসোসিয়নের যুগ্ম সম্পাদক আরিফিন, এই খেলার প্রশিক্ষণ প্রদান করবেন ফরহাদ হোসেন। কিশোর খেলোয়াড়রা হলেন, আওয়াল, সাগর, নাহিদ, নোমান, দ্বীপ, রিপন, মারুফ প্রমুখ। কিশোরী খেলোয়াড়রা হলেন, হীরা, তামান্না , রজনী, মুন, পান্না , জুঁই, টুনি, বৈশাখী প্রমুখ। যশোর জেলা ইউনিসেফ প্রতিনিধি মোছাঃ মিনা বেগম কিশোর কিশোরদের ফুটবল খেলোয়াড়দের বিভিন্ন কৌশল ও দিক নির্দেশনা প্রদান করেন।