04/20/2025 কেশবপুরে আমপাড়তে যেয়ে গাছ থেকে পড়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
অলিয়ার রহমান
২৪ মে ২০২৩ ০৭:০০
অলিয়ার রহমান, কেশবপুর প্রতিনিধিঃ
যকেশবপুরের পাঁজিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার শিক্ষক আলহাজ¦ শরিফুল ইসলাম (৬০) মঙ্গলবার সকালে ঢাকা পঙ্গু হাসপাতালে মৃত্যু বরণ করছেন। আজ বাদ আসর মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
রোববার সকালে বাড়ির আমগাছ থেকে তিন আম পাড়তে গাছে উঠেন। পা পিছনে পড়ে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে কেশবপর হাসপাতালে নেয়া হলে ডাক্তারের পরামর্শে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হয়। মঙ্গলবার সকালে তিনি মৃত্যু বরণ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি পাঁজিয়া গ্রামের মৃত কাশেম হালূারের মেঝপুত্র।
শোরের কেশবপুরে পাঁজিয়া দারুল উলুম কওমী মাদ্রাসার শিক্ষক ও পাঁজিয়া বাজারের হোমিও ডাক্তার মাস্টার শরিফুল ইসলাম (৬০) মঙ্গলবার ২৩ মে- সকালে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করছেন। আজ বাদ আসর মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায় রোববার সকালে নিজ বাড়ির আমগাছ থেকে তিনি আম পাড়তে গাছে উঠেন। পা পিছনে পড়ে যেয়ে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক উদ্ধার করে তাকে প্রথমে কেশবপর হাসপাতালে নেয়া হলে অবস্থা ভালো দেখে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হয়।
মঙ্গলবার রাতে তিনি মৃত্যু বরণ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ তার মৃত্যুতে শোকাহত ও শোক বিবৃতি দিয়েছেন ।
আমরা সকলেই দোয়া করি আল্লাহ সুবহানাহু তাআলা মরহুমের ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।#