04/20/2025 কেশবপুরে মোবাইল চুরির ঘটনায় মারপিটে গুতর আহত -১
অলিয়ার রহমান
২২ মে ২০২৩ ০৩:৩৪
কেশবপুর ( যশোর) প্রতিনিধিঃ
যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের রাজনগর বাঁকাবর্শী গ্রামের আকবার হোসেন সরদারের ছেলে হুমায়ূন কবিরকে (২৪) মোবাইল চুরির ঘটনার জের ধরে শুক্রবার রাতে মারপিট করা হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
আহত হুমায়ূন কবিরের পিতা আকবার হোসেন বাদী হয়ে কেশবপুর থানায় ৭ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায় অভিযুক্ত নূরুল ইসলাম (৩৫) মতিয়ার রহমান (২৫) মুনির বিশ্বাস ( ২২) আব্দুস সাত্তার বিশ্বাস ( ৫২) নাজিম বিশ্বাস (৩৩) আকাশ হোসেন (১৯) হুসাইন (১৯)সহ অজ্ঞাত নামা ৭/৮ জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনার ৭/৮ দিন আগে উপজেলার কানাইডাঙ্গা গ্রামের কামাল শেখের ছেলে রাব্বি হুসাইন (১৭) আহত কবির হোসেনের ভাগ্নে তাদের বাড়িতে বেড়াতে আসে তখন তার একটি মোবাইল আনুমানিক রাত ৮টার দিকে ৩ নম্বর আসামি মুনির হোসেন ৭/৮ জনকে সাথে নিয়ে ছিনতাই করে নেন । ঘটনা উদঘাটন করতে তদন্ত শুরু করলে ৬ নম্বর আসামি আকাশ হোসেন সাথে ছিলেন বলে স্কিকার করে বিস্তারিত জানিয়ে দিলে মুনির হোসেনের বাড়ি থেকে মোবাইল উদ্ধার করে মোবাইলের মালিক হুসাইনকে দিয়ে দেন। শুক্রবার সন্ধ্যায় হুমায়ূন কবির নিজ কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে মটরসাইকেল যোগে স্থানীয় নতুনহাট বাজারে যাওয়ার সময় ১ নম্বর আসামির বাড়ির সামনে পাকা রাস্তার উপরে ৪ নম্বর আসামি আব্দুস সাত্তার পথ রোধ করে কোন কিছু বুঝে ওঠার আগেই হুমায়ূন কবিরকে মারপিট শুরু করে সাথে থাকা বাকি আসামিরা লোহার রড, সেলাই রেজ্ঞ ও লাঠি দিয়ে এলোপাথাড়ি মারপিট করে এবং মটরসাইকেল ও ল্যাপটপ ভাঙচুর ও নগদ ৪০ হাজার টাকাসহ আনুমানিক প্রায় ২,৪০.০০০/= হাজার টাকার মতো ক্ষতি হয়েছে।#