04/20/2025 গজারিয়া বিচ্ছিন্ন করা গ্যাস সংযোগ রাতের আঁধারে চালু; ৮ দিনের মাথায় আবারো তিতাসের অভিযান
ওসমান গনি, গজারিয়া প্রতিনিধি:
১৮ মে ২০২৩ ২৩:৪২
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার ৮দিনের মাথায় পুনরায় একটি ঢালাই লোহা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া কারখানাটির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অন্যদিকে হোসেন্দী এলাকায় একজন আবাসিক গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাসের মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী প্রকৌশলী মনিরুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম প্রমূখ।
তিতাস গ্যাসের মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, গত ৮মে বিকাল আমরা গজারিয়া উপজেলার বাউশিয়াতে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত হচ্ছে এমন একটি ঢালাই লোহার কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করি। এ সময় এস্কেভেটর দিয়ে কারখানাটি গুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনার দু' একদিন পরেই আমরা জানতে পারি রাতের আঁধারে পুনরায় গ্যাস সংযোগ নিয়ে কারখানাটি চালু করার পাঁয়তারা চালাচ্ছে মালিকপক্ষ। আট দিনের মাথায় মঙ্গলবার পুনরায় অভিযান পরিচালনা করে কারখানাটির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। গ্যাস সংযোগ নিলেও অবকাঠামো নির্মাণ করতে না পারায় তারা গ্যাস ব্যবহার করতে পারেনি। অন্যদিকে হোসেন্দী গ্রামে একজন আবাসিক গ্রাহকের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানের সময় সেখানে কাউকে পাওয়া যায়নি। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি আবার যদি এই ধরনের কাজ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে গজারিয়া থানা পুলিশ।