04/20/2025 মণিরামপুরে রাস্তা-নষ্টের দায়ে মাটি বহন করা চার ট্রাক্টরের ২৪ হাজার টাকা অর্থদণ্ড
তহিদুল ইসলাম, মণিরামপুর
১৭ মে ২০২৩ ০০:২৩
যশোরের মণিরামপুর সহকারী ভুমি অফিসার আলী হাসান মণিরামপুর সদর ইউনিয়ন ঝালঝাড়া গ্রামে ৭ ফুট ইটের সলিং রাস্তা দিয়ে মাটি ট্রাক্টর চলাচলের কারনে জনদুর্ভোগ রাস্তা নষ্ট হয়ে যাওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ ট্রাক্টর চালক কে ৬ হাজার করে মোট ২৪ হাজার টাকা জরিমানা করেন। এই ট্রাক্টর কৃষি কাজের জন্য ব্যবহার করতে আমদানি করা হয় যেহেতু এটা কৃষি কাজেই ব্যবহার করতে নির্দেশ দেন মণিরামপুর উপজেলা সহকারী ভুমি অফিসার আলী হাসান।
তিনি বলেন, যদি এই ট্রাক্টর মাটি বহন কাজে ব্যবহার হয় তা হলে পরবর্তীতে আটক করে সর্বোচ্চ আইনে ব্যবস্হা গ্রহণ করা হবে।জনসাধারণের উদ্দেশ্য বলেন সরকারি রাস্তা গুলি জণগণের টাকায় করা।এটা জনগনের সম্পদ।যে সব রাস্তায় এই ট্রাক্টর চলাচলে নষ্ট হবে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা হবে।