04/20/2025 গজারিয়া বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
ওসমান গনি, গজারিয়া প্রতিনিধিঃ
১৬ মে ২০২৩ ২২:৫৬
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়েও বিয়ে না করায় প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন প্রেমিকা।
দ্রুত সময়ে বিয়ে না দেওয়া হলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দিয়েছেন তিনি। এদিকে প্রেমিকার আসার খবর শুনে বাড়ি থেকে উধাও হয়েছে প্রেমিক।
গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী গ্রামে এ ঘটনা ঘটে।অভিযুক্ত প্রেমিক জামালদী গ্রামের মৃত জোনাব আলীর ছেলে জিসান।
প্রেমিকার অভিযোগ, প্রায় দুই বছর আগে সোনারগাঁও ডিগ্রি কলেজে পড়াশুনাকালীন অভিযুক্ত
জিসানের সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই থেকে আমাদের পরিচয়। আমাকে বিয়ের আশ্বাসে দিয়ে জিসান একাধিক বার বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছেন। এমনকি কয়েকবার শারীরিক সম্পর্কও করেছেন। এখন আমার সাথে আর যোগাযোগ রাখছে না। বাধ্য হয়ে আমি তার বাড়িতে চলে এসেছি।
প্রেমের সম্পর্ক কি কি প্রমাণ আছে এমন প্রশ্নের উত্তরে ওই কলেজ ছাত্রী মোবাইল ফোনে ফেসবুক ম্যাসেঞ্জারে তাদের কথোপকথনের তথ্য ছাড়া আর কিছু দেখাইতে পারেনি।
এবিষয়ে অভিযুক্ত জিসানের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে কথা বলার চেষ্টা করলে তা বন্ধ থাকায় তার মতামত নেওয়া সম্ভব হয়নি।
জিসানের মা জানায়, আমার ছেলে বাড়িতে নেই। সে এখন কোথায় আছে জানিনা। বর্তমানে তার সাথে কোন যোগাযোগ নেই। তবে কয়েকদিন আগে ছেলের কাছে সব কিছু শুনেছি। সে বলেছে তার সাথে আমার শুধু মাত্র বন্ধুত্বের সম্পূর্ক ছিল। আমি কখনও তাকে বিয়ের আশ্বাস দেয়নি। সে মিথ্যে বলছে।
এবিষয়ে টেঙ্গারচর ইউনিয়ন ইউপি সদস্য মাহফুজুর রহমান রিপন জানান, মেয়েটি আমার ইউনিয়নের বাসিন্দা। ঘটনা শোনা মাত্রই আমি জিসানের বাড়িতে গিয়েছিলাম। ওই ছাত্রীর কাছে বিস্তারিত শুনে তার অভিভাবকের সাথে কথা বলেছি।
হোসেন্দী ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক মিঠু বলেন, বিষয়টি নিয়ে কেউই আমার কাছে আসেনি। সেহেতু আমার এখানে কিছুই করার নেই।
এ বিষয়ে গজারিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহিদুল ইসলাম বলেন,খবর পেয়ে ঘটনার স্থলে গিয়ে মেয়েটির সাথে কথা বলেছি, তাকে বাসা ফিরে যেতে বলেছি