04/20/2025 কেশবপুরে অনুমোদনহীন প্রাইম আইসক্রিম নামের একটি কারখানা বন্ধ ও জরিমানা
অলিয়ার রহমান
২৭ এপ্রিল ২০২৩ ০৬:০২
অলিয়ার রহমান, কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে বুধবার অনুমোদনহীন একটি আইসক্রিম তৈরির কারখানা বন্ধ ও মালিককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানাটি বন্ধ দেন। একই সঙ্গে কারখানার মালিককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার টিটাবাজিতপুর গ্রামের জহুরুল ইসলাম বাড়িতে অনুমোদন ছাড়াই ‘প্রাইম আইসক্রিম’ নামে একটি কারখানা গড়ে তুলে চকবার, ললিস, দুধের মালাই, রোবোসহ নানা ধরনের আইসক্রিম তৈরি করছিল। এ আইসক্রিম স্থানীয় বাজারসহ যশোরের কেশবপুর, মনিরামপুর ও খুলনা জেলার চুকনগর ও আশে পাশের হাটবাজার গুলোসহ বিভিন্ন এলাকায় বিক্রি করা হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই আইসক্রিম কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় কারখানার মালিক জহুরুল ইসলাম কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় কারখানাটি বন্ধ এবং মালিককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, ‘অনুমোদনহীন আইসক্রিম তৈরির কারখানাটি বন্ধ করে দেওয়াসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আইসক্রিম তৈরির বিভিন্ন মালামাল জব্দ করা হয়।#