04/20/2025 কেশবপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
অলিয়ার রহমান
১৮ এপ্রিল ২০২৩ ০৪:৪০
অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
কেশবপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ এপ্রিল-২০২৩ ইং) প্রেসক্লাবের কনফারেন্স রুমে দোয়া ও ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, পৌর সভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, পল্লী বিদ্যুতের ডিজিএম এস এম শাহীন আহসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এইচ এম আমির হোসেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এ্যাড আবু বকর সিদ্দিকী ও সামছুজ্জামান, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ মশিউর রহমান, চেয়ারম্যান আলাউদ্দিন আলা,জাতীয় পার্টির নেতা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তীর তত্বাবধানে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল হাই সিদ্দিকী ও মোতাহার হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, কোষাধ্যক্ষ সামছুর রহমান, দফতর সম্পাদক মশিয়ার রহমান, গ্রন্থগার সম্পাদক মতিয়ার রহমান, ক্রীড়া সম্পাদক শেখ শাহীনুল ইসলাম, নির্বাহী সদস্য মেহেদি হাসন জাহিদ, শাহিনুর রহমান, মোল্লা আব্দুস সাত্তার, আব্দুর রাজ্জাক, আব্দুল করিমসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস সাত্তার।