04/20/2025 ঝিনাইদহের কালীগঞ্জে পাষণ্ড পিতা কর্তৃক নাবালিকা মেয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা
নিউজ ডেক্স।।
১৬ এপ্রিল ২০২৩ ০২:২৭
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ১০ নং কাষ্টভাঙ্গা ইউনিয়নের ঝনঝনিয়া সর্দার পাড়া গ্রামের সমির (৩৫) পিতা আবু সাত্তার কর্তৃক তাঁর ১৩ বছরের নাবালিকা কন্যা ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়েছে।
ঘটনার বিবরণ ও স্থানীয় সাধারণ মানুষের বক্তব্যে জানা যায় যে লম্পট সমির দীর্ঘদিন ধরে তাঁর একমাত্র কন্যা সন্তানকে ধর্ষণ করে আসছে।
এদিকে সমিরের ধর্ষণের শিকার নাবালিকা কন্যা সন্তান ৩ মাসের গর্ভবতী হয়ে উঠলে তা গ্রামের বেশ কয়েক জন জেনে যান।
ঘটনার জানাজানি হলে ঝনঝনিয়া ও ফুলবাড়ী গ্রামের সাধারণ মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গ্রামবাসীদের ক্ষোভের মুখে লম্পট সমির রাতে ফুলবাড়ী গ্রামে লুকিয়ে থাকলেও, পরবর্তীতে স্থানীয় সাধারণ মানুষের ক্ষোভের ভয়ে গতকাল রাত থেকে গা ঢাকা দিয়েছে, পরিবার বা গ্রামের মানুষের সঙ্গে তাঁর কোন যোগাযোগ নেই।
এদিকে লম্পট সমিরের এমন অমানবিক কর্মকাণ্ডে এলাকার সাধারণ মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এমন লম্পট পিতার দৃষ্টান্ত মূলক শাস্তি চাই এলাকার সাধারণ মানুষ।