04/20/2025 কেশবপুরে নারী সাংবাদিককে মারপিটে আহত
অলিয়ার রহমান
১১ এপ্রিল ২০২৩ ০৭:০৪
কেশবপুর ( যশোর) প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে পূর্ব শত্রুতার জের ধরে সাপ্তাহিক স্মৃতি পত্রিকার কেশবপুর প্রতিনিধি বিথীকা মল্লিক নামে এক নারী সাংবাদিককে শুক্রবার রাতে যাতায়াতের রাস্তাকে কেন্দ্র করে মারপিট করে আহত করার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ রাতেই হাসপাতাল পরিদর্শন করেছে, এবং আহত বিথীকা মল্লিকের স্বামী রামপ্রসাদ মল্লিক শনিবার সকালে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে যে উপজেলার সুফলাকাঠি ইউনিয়নের কালিচরণপুর গ্রামের দুলাল মন্ডল ,প্রমেশ মন্ডল ও সাধনা নামে এক গৃহবধূ তুচ্ছ ঘটনায় বিথীকা মল্লিককে বাড়িতে একা পেয়ে বেধড়ক মারপিট ও গলায় ওড়না পেচিয়ে হত্যার চেষ্টা চালায় এ সময় তার আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা তার জীবননাশের হুমকি প্রদান করে তাঁর গলার স্বর্ণের চেইন ও কানের দুল টেনে ছিড়ে নিয়ে চলে যায় । প্রতিবেশীরা তাকে আহত অবস্থায় শুক্রবার রাতেই কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেছে। খবর পেয়ে কেশবপুর থানার জরুরী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই অনিমেষ বিশ্বাস আহত বিথিকা মল্লিকের খোঁজখবর নেন। এস আই অনিমেষ বিশ্বাস অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন।
সুফলাকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি জানান, এ পরিবারটির উপর ওই এলাকার কয়েকজন স্বার্থ উদ্ধারে ব্যর্থ হয়ে একে অত্যাচার করে চলেছে তিনি এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করেছেন।