04/20/2025 কেশবপুর পৌরসভায় ৬ ক্যাটাগরিতে ১৩ জনের নিয়োগ
অলিয়ার রহমান
১০ এপ্রিল ২০২৩ ০২:০৪
অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুর পৌরসভায় ৬টি ক্যাটাগরিতে ১৩টি শূন্য পদে কর্মচারী নিয়োগের জন্য উত্তীর্ণ চুড়ান্ত প্রার্থীদের নামের তালিকা শনিবার প্রকাশিত হয়েছে। কেশবপুর পৌরসভার মেয়র ও কর্মচারী নিয়োগ বাছাই পরীক্ষার আহ্বায়ক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
উত্তীর্ণ চুড়ান্ত প্রার্থীদের নামের তালিকায় সহকারী লাইসেন্স পরিদর্শক পদে মো. মনিরুজ্জামানের মেয়ে মোছা. সাদিয়া আক্তার, বিদ্যুৎ মিস্ত্রি পদে উপজেলার মঙ্গলকোট গ্রামের মিঠু আনাম, ট্রাক চালক পদে মধ্যকুলের নাজমুল সরদার, পানির পাম্প চালক পদে হাবাসপোলের আফছানা খাতুন, লক্ষ্মীনাথকাটির বদরুল আলম, প্রতাপপুরের আরিফুল ইসলাম ও সাবদিয়ার আব্দুস সামাদ, পাইপ লাইন মেকানিক পদে সাবদিয়ার ইমরান হোসেন ও দুর্বাডাঙ্গার আল মামুন এবং প্রহরী পদে মজিদপুরের হাবিবুর রহমান, সাবদিয়ার আব্দুস সাত্তার, ভাল্লুকঘরের ইসরাফিল হোসেন এবং ভোগতীনরেন্দ্রপুরের মেহেদী হাসান রয়েছে। #