04/20/2025 নবচেতনার উদ্যোগে শৈলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে আজ অনুষ্ঠিত হলো মা ও অভিভাবক সমাবেশ।
বিশেষ প্রতিনিধি।।
৪ এপ্রিল ২০২৩ ১১:২৯
সমাবেশে নবচেতনার পক্ষ থেকে শৈলী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৯ এ+ প্রাপ্ত আল মামুন কে ক্রেস্ট ও এবছর এনটিআরসিএ এর মাধ্যমে শৈলী গ্রামের তিনজন চাকুরী প্রাপ্তের মধ্যে মোঃ জসিম উদ্দিন ও মোঃ আঃ রহমান কে ফুলের শুভেচ্ছা জানানো হয়। অপরজন শিরিন সুলতানা ব্যস্ততার কারণে উপস্থিত থাকতে পারেন নি। তাছাড়া পাঁচ জন সেরা মা কে পুরস্কৃত করা হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিহরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান, শৈলী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুনা খাতুন ,ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ মোসলেম গাজী, শিক্ষক ও কোষাধ্যক্ষ নবচেতনা মোঃ শরিফুল ইসলাম, শিক্ষক ও সভাপতি নবচেতনা শহিদুজ্জামান মিলন,এসএম সি সদস্য গোলাম রসুল বিশ্বাস,শৈলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ খলিলুর রহমান, শৈলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মিজানুর রহমান,ঈমাম আলী আহসান মুকুল, আহসান হাবীব,ডাঃ আনারুল ইসলাম সহ প্রায় ২০০ অধিক লোকের সমাগম ঘটে।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক ও সম্পাদক নবচেতনা মোঃ জাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন মোছাঃ হিরা খাতুন, সভাপতি, শৈলী সরকারী প্রাথমিক বিদ্যালয়।