04/20/2025 ক্যান্সার রোগীকে আর্থিক সহযোগিতা করলেন সামাজিক সংগঠন এফএসডিও
মণিরামপুর প্রতিনিধি।।
১ এপ্রিল ২০২৩ ০৪:২৭
ক্যান্সার আক্রান্ত মণিরামপুর পৌর শহরের হাকোবা মোড়ের মুবিন ড্রাগ হাউজ এর মালিক মিন্টু কে আর্থিক সহযোগিতা করলেন সামাজিক সংগঠন এফএসডিও ৷
দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত মিন্টু প্রায় ১ বছর ধরে হসপিটালের বেডে পড়ে রয়েছেন।চিকিৎসার জন্য ওষুধের দোকান ও জমিজায়গা সব বিক্রি করে চিকিৎসা করিয়েছেন তিনি।তাতেও হয়নি তার সম্পূর্ণ চিকিৎসা সর্বশেষ নিজের কবরস্থান বিক্রি করে চিকিৎসা করিয়েছেন তিনি।এখানেই শেষ নয়, চিকিৎসা শেষ করতে এখনো তিন লক্ষ টাকার প্রয়োজন। খুলনা ব্লাড ব্যাংকের সহযোগিতায় চিকিৎসা চলে কিছুটা।তাছাড়া আক্রান্ত মিন্টু গণমাধ্যম কর্মীদের জানাই আমার কাছে খাওয়ার টাকা নাই আমি হসপিটাল থেকে চেয়ে খাই।কিছু খেতে ইচ্ছে হলে খেতে পারিনা
আমাকে খুলনা ব্লাড বাংকও এসএসডিও মতো সামাজিক সংগঠন একটু সহযোগিতা করে তাহলে আমি আবার আমার সন্তান কে নিয়ে বেঁচে থাকতে পারবো।আমি সপ্ন দেখি আমি আবার ও পৃথিবী দেখবো।তবে আমি বেঁচে থাকলে আমার সন্তান কে একজন সেচ্ছাসেবী গড়ে তুলবো।এছাড়া তিনি অর্থ সহযোগিতা চেয়েছেন বিত্তশালীদের কাছে।
এ বিষয়ে পরিবার ও সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি দেব বিশ্বাস বলেন, আমরা সব সময় অসহায় মানুষের পাশে থাকি।যতোদুর পারি সহযোগিতা করতে চেষ্টা করি।আমরা রক্তদান সহ অসহায় সুবিধাবন্ধিত মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছেন খুলনা বিভাগের অন্যতম সামাজিক সংগঠন এফএসডিও। আজ সকাল ১০ ঘটিকায় এফএসডিও এর প্রতিনিধি দল যশোর থেকে খুলনা মেডিকেলে হসপিটালে গিয়ে যশোর জেলার মণিরামপুর উপজেলার মণিরামপুর বাজারের মুবিন ড্রাগ হাউজের মালিক ক্যান্সার আক্রান্ত মিন্টু হোসেন কে নগদ দশ হাজার টাকা দিয়ে সহযোগিতা করেন ৷ আর্থিক সহযোগিতা করার সময় এফএসডিও এর সভাপতি দেব বিশ্বাস আরো বলেন, আমরা একটি অরাজনৈতিক সংস্থা আমাদের সদস্যরা বেশি ভাগে ছাত্রছাত্রী তবুও আমরা মানুষের কষ্ঠে সহযোগিতার হাত বাড়ানোর চেষ্টা করি তিনি বলেন মিন্টু কে সহযোগিতা করতে যারা আমাদের সংস্থার কে সহযোগিতা করেছেন আমি তাদের ধন্যবাদ দিয়ে ছোট করবো না এমনি ভাবে আমরা এফএসডিও পরিবার সকলের সহযোগিতায় সুবিধাবন্ধিতদের পাশে সব সময় থাকতে চায় ৷ এছাড়া তিনি সমাজের বিত্তশালীদের মিন্টুকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছেন। আর্থিক সহযোগিতার সময় উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি দেব বিশ্বাস সহ মণিরামপুর উপজেলা শাখার সভাপতি ইমদাদুল হোসেন, সভাপতি মাহফুজুর রহমান,মণিরামপুর সদর ইউ,পি শাখার সভাপতি নাদিয়া সুলতানা,খেদাপাড়া ইউপি শাখার সভাপতি সুমাইয়া বিশ্বাস সহ। এফএসডিও সংগঠনের সদস্যরা।