03/12/2025 তারাবীহ্ নামাজ পড়া হলো না সাকিব ও ডাঃ সাহাবুরের
রাশেদ রেজা মাগুরা থেকে...
২৪ মার্চ ২০২৩ ০৪:৪৭
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজার শালিখা রোডে সড়ক দুর্ঘটনায় দুই মোটর-সাইকেল আরোহী জুনারী গ্রামের দাঁতের ডাক্তার সাহাবুর রহমান (৪৩) ও একই গ্রামের সাকিব হাসান (২৩) ঘটনাস্থলে মারা গেছে।
সন্ধ্যায় পবিত্র মাহে রমজানের প্রথম তারাবির নামাজের উদ্দেশ্যে আড়পাড়া কর্মস্থল থেকে বাড়িতে ফিরছিলেন ডাঃ সাহাবুর ও আড়পাড়া বাজারের দীঘা গ্রামের বাকিয়ারের কাঁপড়ের দোকানে থাকা সাকিব হাসান, একই গ্রামে বাড়ি হওয়ায় নিয়মিত দুইজন একসাথে যাতায়াত করতেন বলে পরিবার ও একাধিক সুত্রে থেকে জানা যায়।
একই গ্রামে দুইজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকে ছায়া নেমে এসেছে।