04/20/2025 ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ওসমান গনি গজারিয়া প্রতিনিধি।।
২৩ মার্চ ২০২৩ ০৩:২৩
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সোমবার ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি ২০২৩ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মুহাম্মদ শাহজাহান শিকদার এর সভাপতিত্বে বিদ্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র,অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং রুপালি ব্যাংক লিমিটেড এর উপ- মহাব্যস্থাপক জনাব সাখাওয়াত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের দাতা সদস্য, সোহরাব হোসেন, কো-অপ্ট সদস্য মো: রাসেল খন্দকার অভিভাবক সদস্য জনাব মিন্টু খন্দকার, সফিকুল ইসলাম, মহিলা অভিভাবক সদস্য সালমা আক্তার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শাহজাহান শিকদার, সিনিয়র সহকারী শিক্ষক আফজাল হোসেন, এসময় অন্যান্য দের মধ্যে উপস্থিতি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফারজানা ইয়াসমিন, সিনিয়র সহকারী শিক্ষক আব্দুর রশিদ, মোয়াজ্জেম খান, সাইফুল ইসলাম, ফাতেমা আক্তার, হালিমা আক্তার, দেওয়ান কামরুজ্জামান, কৃষ্ণপদ হালদার,শাহাদাত হোসেন, রতন আহমেদ, নাজমুল হাসান পারভেজ,সাখাওয়াত হোসেন, সাবিকুন্নাহার প্রমুখ।
সার্বিক তত্বাবধানে ছিলেন সহকারী প্রধান শিক্ষক ফারজানা ইয়াসমিন মিলাদ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আঃ রশিদ সহ স্কুলের পরিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ ও ছাত্রছাত্রী ও অন্যান্য ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন।