04/19/2025 রামনগর ইউনিয়নে খানকায়ে ওয়াইছিয়া কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা মান সম্মত
মোঃ ওয়াজেদ আলী বিশেষ প্রতিনিধি।।
১৯ মার্চ ২০২৩ ২০:২৯
''শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ' এই স্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। এখানে গ্রামীন জনগণ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে থাকে। এই কমিউনিটি ক্লিনিকে শিশু কিশোর কিশোরী গর্ভবতী যুবক-যুবতী বৃদ্ধ-বৃদ্ধা সকল বয়সী মানুষের সেবা প্রদান করা হয়। রামনগর খানকায়ে ওয়াইছিয়া কমিউনিটি ক্লিনিকে C H C P অনুপ রায় এর নিকট জানতে চাইলে তিনি বলেন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবায় কোন বিকল্প নেই। তিনি আরো বলেন, যশোর সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর আবু মাউদ মহোদয় নেতৃত্বে যশোর সদর উপজেলার মধ্য এরকম ৬০ টি কমিউনিটি ক্লিনিকে এই স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এর মধ্যে রামনগর ইউনিয়নে খানকায়ে ওয়াইছিয়া কমিউনিটি ক্লিনিক অন্যতম। উপস্থিত A H I মোঃ হায়দার আলী, সাংবাদিক এম ওয়াজেদ আলী প্রমুখ।