04/20/2025 যশোরে র্যাবের অভিযানে ২ টি ইজিবাইকসহ চোর চক্রের ৩ সদস্য আটক
মোঃ ওয়াজেদ আলী বিশেষ প্রতিনিধি।।
১৬ মার্চ ২০২৩ ০১:৩৪
যশোর র্যাব-৬ বিশেষ অভিযানে ২ টি ইজিবাইকসহ চোর চক্ররে সদস্য সবুজ হাসান(৩০), আশিক হোসেন (৩০) ও শামীম শাহাজীকে ৩ সদস্যকে আটক করেছে।
মঙ্গলবার (১৫ মার্চ) রাতে মণিরামপুরের জামজামি এলাকায় বিশেষ অভিযানে পরিচালনা করে তাদের গ্রেফতার করে। র্যাব- ৬ সূত্রে জানা যায়,প্রথমে ইজিবাইক চোর চক্রের মূল হোতা সবুজ হাসানকে আটক করা হয়। তার দেওয়া তথ্যে তার সহযোগী আশিক হোসেনকে আটক করে তার হেফাজত থেকে চোরাই একটি ইজিবাইক উদ্ধার করা হয় এবং পরবর্তীতে আসামি শামীম শাহাজীকে আটক করে আরও একটি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়। যশোর র্যাব সূত্র জানিয়েছে, চোর চক্রটি যশোর জেলা ও আশপাশ এলাকায় ইজিবাইক চুরির ঘটনা ঘটিয়ে যাচ্ছিল। এ কারণে ইজিবাইক চোর চক্রের সদস্যদের আটক ও ইজিবাইক উদ্ধারে র্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে। অভিযান অব্যাহত রেখেছে। উদ্ধারকৃত আলামত ও আটককৃদের মণিরামপুর থানায় হস্তান্তর করা হয় এবং তাদের বিরুদ্ধে চুরি মামলা রুজু করা হয়েছে।