04/20/2025 যশোরের সতীঘাটা নতুন বাজারে বিকাশ প্রতারক চক্রের সদস্য পিকআপসহ আটক
মোঃ ওয়াজেদ আলী বিশেষ প্রতিনিধি।।
১৪ মার্চ ২০২৩ ০৪:৩৬
যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নে সতীঘাটা নতুন বাজারে বিকাশ প্রতারক, চক্রের সদস্য রিয়াজ তৌফিক ( ২১) পিকআপসহ যার ( ঢাকা মেট্রো - ন ২০,১০২৮) কে স্থানীয় জনগণ আটক করেছে। সোমবার (১৩ ই মার্চ) সন্ধ্যা ৭ ঘটিকার সময় সতীঘাটা নতুন বাজারে এই বিকাশ চক্রের সদস্য কে স্থানীয় জনগণেরা হাতেনাতে আটক করে। এই ঘটনার বিষয় বিকাশ প্রতারক চক্রের সদস্য রিয়াজ তৌফিক এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি মোঃ রিয়াজ তৌফিক পিতা আব্দুর রশিদ গ্রামঃ মহেশপুর জোয়ারদার পাড়া গাড়াগঞ্জ শৈলকুপা ঝিনাইদহ আমি কলা বোঝায় পিকআপটি ছেড়ে সাতক্ষীরা ১৮ মাইল উদ্দেশ্যে রওনা হই পথিমধ্যে যশোর সদর উপজেলা ১১ নং রামনগর ইউনিয়নে সতীঘাটা নতুন বাজারে আসলে হঠাৎ পিকআপ চালক বাজারে পিকআপটি রেখে সতীঘাটা নতুন বাজারে ইমরান কসমেটিক দোকানে এসে দোকানদার মোসাব্বির হোসেন এর দোকান থেকে অভিনব কায়দায় দোকানদারকে কৌশলে বিকাশে টাকা আদান-প্রদান কালে দোকানদার সন্দেহ করলে তার চিৎকার শুনে স্থানীয় জনগণ প্রমাণ স্বরূপ আটক করেন। পিকআপের চালক রিয়াজ হোসেন তৌফিক কলার পিকআপ সহ ১১ নং রামনগর ইউনিয়ন পরিষদে আটক রাখা হয়। রামনগর ৬ নং ওয়ার্ড কামালপুর ইউপি সদস্য রাশেদ হোসেন, গ্রাম পুলিশ আব্দুল রহিম বাচ্চুর হেফাজতে রেখে পরে ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ পরিষদে আসলে বিকাশ প্রতারক চক্রের সদস্যকে পিকআপ ও চালক রিয়াজ তৌফিক ও কলার পিকআপসহ তার হেফাজতে রাখেন।